এক উপজাতীয় গার্মেন্টস শ্রমিক প্রাণ হারিয়েছেন নগরীর ইপিজেড থানাধীন দুই নম্বর মাইলের মাথা এলাকায় বাসের ধাক্কায় ।
রোববার (২১ মে) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম সিটিজিনিউজকে জানান, সকালে ইপিজেড থানাধীন দুই নম্বর মাইলের মাথা এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত উপজাতীয় এক গার্মেন্টস শ্রমিককে উদ্ধার প্রথমমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সেখানে জরুরী বিভাগে নিয়ে আসলে সকাল নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গার্মেন্ট শ্রমিকের বয়স আনুমানিক ২৩ বছর হবে বলে জানান জহিরুল ইসলাম।
