রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় শাওন নামের (১৮) এক তরুণ মারা গেছেন রাজধানীর আরামবাগে । শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ওই তরুণের বাসা ফকিরাপুলে। আরামবাগ মোড়ে রাস্তা পার হওয়া সময় একটি পিকআপ পেছন থেকে শাওনকে ধাক্কা দেয়। তার বন্ধু আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
এদিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধা বাড়ি এলাকাতেও থেমে থাকা একটি রেকারের সঙ্গে একটি লেগুনার ধাক্কায় ১৩ যাত্রী আহত হন। আহতদেরফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ডেমরার সারুলিয়া থেকে যাত্রাবাড়ী যাওয়ার পথে ভোর সোয়া ৪টা দিকে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা রেকারের সঙ্গে ধাক্কা খেলে তারা আহত হন। আহতরা হলেন- ফারুক, ইব্রাহীম, রিয়াজ, আক্তার, মামুন, রহিম, জসিম, মহসীন, কাসেম, সুমন, হুমায়ুন, আতিকুর এবং অজ্ঞাতপরিচয় একজন পুরুষ ।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
