এক চালক নিহত হয়েছেন নগরীর ডবলমুরিং থানাধীন বাদামতল এলাকায় গাড়ি চাপায় আবুল কালাম (৩৫) নামে ।
রোববার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন জানান, বাদাতলী এলাকায় গাড়ি চাপায় গুরুতর আহত হন আবুল কালাম। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য অনুযায়ী তার নাম আবুল কালাম, বয়স ৩৫ বছর। জাতীয় পরিচয়পত্রে কালামের ঠিকানার ঘরে ডবলমুরিং থানার ইসমাইলের কলোনী লেখা রয়েছে বলে আলাউদ্দিন জানান।
