Rangunia-dc-news-picচট্টগ্রামের শস্য ভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলের কিছু জমি অনাবাদি রয়েছে এখনো। গুমাই বিলের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। গুমাই বিলের উন্নয়নের জন্য সর্বাত্মক সহায়তা ও উদ্যোগ নেয়া হবে। ফলন কম হলে প্রয়োজনে ফসলের প্রজাতি পরিবর্তন করে চাষাবাদ করতে হবে। শুধু ধান চাষ করে ফসল উৎপাদনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। গুমাই বিলের জমিকে পোকা ও রোগ আক্রান্ত কম হয় ভুট্টা, আলু ও সরিষাসহ এমন প্রজাতির বিভিন্ন পুষ্টিকর খাবারের উৎপাদনের জন্য কাজে লাগাতে হবে। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন আনতে হবে। একসময়ে খাদ্য আমদানীর বাংলাদেশ এখন ঘাটতি পূরণ করে বিদেশে খাদ্য রপ্তানি করছে। ১০২টি গরীব দেশের তালিকায় থাকা বাংলাদেশ এখন নিম্ম মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নিত হয়েছে। প্রধানমন্ত্রীর টার্গেট ছিল ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নিত হবে। ‘বিশ্বব্যাংক বলছে দেশ এখন যে গতিতে এগুচ্ছে তার ধারাবাহিকতা থাকলে ২০১৮ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে উপনিত হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলের স্বনির্ভর রাঙ্গুনিয়া অংশে কৃষকদের জন্য নির্মিত শেডের উদ্বোধন উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন একথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আমিনুল হক চৌধুরী, স্বনির্ভর রাঙ্গুািনয়া ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আকতার ও রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির প্রমূখ। উল্লেখ্য গুমাই বিলের কৃষকদের বিশ্রামের জন্য কৃষক শেড নির্মাণ, টিউবওয়েল ¯’াপন ও পুকুর খনন করা হয়। বিলের বিভিন্ন অংশে আরো তিনটি এধরণের শেড নির্মাণ করা হবে বলে সমাবেশে জেলা প্রশাসক কৃষক সমাবেশে জানান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031