ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগামী নভেম্বরের মধ্যে এ কাজটি সম্পন্ন হবে।নাগরিকদের নিরাপত্তা বাড়াতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন আবাসিক এলাকায় আরও ৫০০ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় গুলশানের নগরভবনে রবিবার অনুষ্ঠিত ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি’র (এলওসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মেয়র আনিসুল হক। তার মতে, এর ফলে কূটনৈতিক জোনে বসবাসরত বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা ও ক্রেতা সংস্থার প্রতিনিধিদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ইতোপূর্বে ডিএনসিসির নিজস্ব অর্থায়নের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতায় এসব এলাকায়  ৬৪৬ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে ছোটখাট অপরাধ শূন্যের কোঠায় নেমে এসেছে। নতুন ৫০০ সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হলে এসব এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। নিরাপদ ঢাকা গড়তে আগামীতে ডিএনসিসির সবগুলো এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সভায় এলওসিসির প্রেসিডেন্ট ও সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার খন্দকার লুৎফুল কবির, ডিএমপির গুলশান জোনের ডিসি এসএম মোস্তাক আহমেদ খান, এসি মো. রফিকুল ইসলাম এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031