তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গোরস্থানে চলে গেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন। এই ব্যবস্থা আর বাংলাদেশে ফিরে আসবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপিও সে নির্বাচনে অংশ গ্রহণ করবে। না হলে আগামী নির্বাচনের পর বাংলার মাটিতে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আজ মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া দোষী হলে সাজা আর নির্দোষ হলে মুক্তি পাবে। ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যদি বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে তা হলে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ দেখবে। আওয়ামী লীগের কিছু করার নেই। আগামী নির্বাচন আওয়ামী লীগ জোটবদ্ধভাবে করবে। তিনি বলেন, ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। খেলায় রেফারি থাকবে নির্বাচন কমিশন। বিএনপি আমলের জঙ্গীবাদ উত্থান হয়েছিল আর আওয়ামী লীগ সরকার তা দমন করে বাংলাদেশে জঙ্গীবাদ জিরো পয়েন্টে নিয়ে এসেছে।
