গোয়েন্দারা যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণের ঘটনার পেছনে অন্যকিছু আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন । শুক্রবার সন্ধ্যায় ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউট আয়োজিত নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে ‘ইনকোয়ারি টিম’ গঠন করা হয়েছে। এই টিম সব ধরনের ইনকোয়ারির মাধ্যমে যে তথ্য দিবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের গোয়েন্দারা খতিয়ে দেখছে অন্য কিছু ছিল কি না।”
স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এর পেছনে যাই কিছু ঘটে থাকুন না কেন আমাদের সম্মুখে তা উন্মোচিত হবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষা করছি।’
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন গতিপথ পরিবর্তন করে তুর্কেমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি। এ ঘটনায় বিমানের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি উঠে আসায় বিমানের প্রকৌশল শাখার ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
