একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে আন্দরকিল্লা প্যারাগন সিটি নামে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্টোল রুম অপারেট জানান, বাসার রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতা হতের ঘটনা না ঘটলেও বাসায় থাকা বিভিন্ন জিনিস পুড়ে গেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
