১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে শহীদ মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নগরের মুরাদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছ। এই ঘটনায় নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এএসআই ও কনস্টেবলসহ ৫ জন আহত হয় বলে দাবি করেছে পুলিশ।

নগরের মুরাদপুরের আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, আরিফুল ইসলাম প্রকাশ ইয়াছিন (২৩), মো. আব্দুল মালেক (১৯), খালেদ বিন হোসেন (১৯), ওসমান গনি (১৯), রাকিব হাসান (২২), ইমাম হোসেন (১৯), আব্দুল কাদের মোহাম্মদ নকিব (২১), আবু সুফিয়ান (২৩), জাহিদুল ইসলাম প্রকাশ রাশেদ (১৯), মোস্তফা হোসাইন সোয়াইব (২৩), বোরহান উদ্দিন (২২) ও এনামুল হক হাসান (২৩)।

আহত পুলিশ সদস্যরা হলেন, ওসি মোহাম্মদ সোলাইমান, এএসআই মুসলিম উদ্দিন, কনস্টেবল মো. আশরাফ উদ্দিন, মো. রফিকুল ইসলাম ও মো. আবু শাকিল।
পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা শহীদ মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে।
এসময় হাতে কাঠ ও বাঁশের লাঠি, ইট-পাথর নিয়ে একটি মিছিল নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর মোড়ে জড়ো হয়ে বিভিন্ন স্থাপনা ও গণপরিবহন ভাংচুর করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর রোধে আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে।
এসময় তারা ডিউটিরত পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে বাধা ও পুলিশের ওপর হামলা করে। এলোপাতাড়ি ইট-পাথর ছুঁড়ে মারে। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছি।
তিনি আরও জানান, সরকারি-বেসরকারি জানমাল রক্ষায় ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড এবং গ্যাস সেল ব্যবহার করে পুলিশ। সেইসঙ্গে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র ও ছাত্র সেনার পক্ষ থেকে জানা যায়, চিহ্নিত শিবিরের সক্রিয় সন্ত্রাসীরা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ছাত্র সেনার আহুত শান্তিপূর্ণ অবরোধে হামলা চালায়। ছাত্র সেনার নেতৃবৃন্দ আটককৃত ছাত্র সেনার ও সুন্নী নেতৃবৃন্দকে দ্রুত মুক্তির দাবি জানান।

চট্টগ্রাম থেকে স ম জিয়াউর রহমান

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031