জঙ্গি আস্তানা’র ছয় তলার বাসা থেকে প্যাকেট করা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি (অত্যাধুনিক বিস্ফোরক) উদ্ধার করা হয়েছে মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকার । এগুলো কার্টনের ভেতর সিল করে রাখা ছিল। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান আজ বৃহস্পতিবার দুপুরে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়াও জঙ্গি আস্তানার বাড়ির মালিক ও নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে র্যাব। আস্তানাটিতে ৭ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দারুস সালাম থানায় মামলাও দায়ের করেছে পুলিশ। র্যাব-৪ এর সিও লুৎফুল কবির জানান, বাড়িওয়ালা হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশ প্রহরী সিরাজুল ইসলাম জঙ্গিদের সঙ্গে সরাসরি জড়িত। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। রিমান্ডে নিলে আরও বিস্তারিত জানা যাবে। বিস্ফোরক উদ্ধারের ব্যাপারে মুফতি মাহমুদ খান বলেন, গতকাল রাতে (বুধবার রাত) সাময়িক বিরতি দিয়ে আজ সকাল থেকে আবারো অভিযান চলছে। কার্টনে রাখা আইইডি ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পেয়েছি। সঙ্গে কিছু ধারালো অস্ত্রও পাওয়া গেছে। তবে অভিযান এখনো শেষ হয়নি। এদিকে জঙ্গি আস্তানায় ৭ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে র্যাবের ডেপুটি সহকারী পরিচালক তারেক বাদী হয়ে মামলা করেছেন। দারুস সালাম থানার পরিদর্শক ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জঙ্গি আস্তানা’র গলি থেকে নিখোঁজ দুই যুবকের মধ্যে এক জনকে পাওয়া গেছে। সোমবার থেকে নিখোঁজ থাকা নৈশ প্রহরী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন থেকে জঙ্গি আস্তানা’র গলির নাইট গার্ড সিরাজুল ইসলাম (২৫)নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তার স্ত্রী নাজমা বেগম বলেছিলেন, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করতেন তার স্বামী সিরাজুল ইসলাম। ডিউটি শেষে তিনি সকাল ৬টার দিকে বাসায় যেতেন। কিন্তু মঙ্গলবার সকালে তিনি বাসায় ফেরেননি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
