র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও বিভিন্ন জাতীয় নেতাদের নামে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। র্যাব-২-এর একটি দল পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাইবার অপরাধী। তাঁরা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। গুজব সৃষ্টি করতেন। ভুয়া, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচার চালাতেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র্যাব।
