ট্রাক আটকে ত্রাণ লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জামালপুরে । রবিবার রাত সাড়ে ১২টায় এ ঘটনায় জড়িত ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা হওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচ জন হলেন- রফিক, খোরশেদ আলম, জীবন, আমির আলী ও সলিমুদ্দিন।
মামলা সূত্রে জানা গেছে, ত্রাণবাহী একটি ট্রাক সিংহজানী খাদ্যগুদাম থেকে বানিয়াবাজার যাচ্ছিল। পথে বাবু নামে এক ব্যক্তির নেতৃত্বে ওই ট্রাকটি আটকে ট্রাকের সব ত্রাণ লুট করে নিয়ে যায় তারা। এসময় ট্রাকে থাকা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশাকে অকথ্য ভাষায় গালি দেয় ও তাকে মারতে আসার চেষ্টা চালায়।
স্থানীয় প্রশাসনের প্রতি যার ইন্ধনে এ ঘটনা ঘটেছে তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মামলার বাদী কাউন্সিলর জামাল পাশা। তবে মামলার আসামির তালিকায় থাকা নিম্নআয়ের মানুষদের মামলা থেকে অব্যাহতি দেয়া হবে বলে জানান তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, এ মামলায় বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
