সাতকানিয়া থানা পুলিশ সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের শিশুতল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার টাকার ৫০টি জাল নোটসহ নাজিম উদ্দিন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে ।
শনিবার (২৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কপি আইল্যান্ড রেস্তোরার সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) প্রিয়লাল ঘোষ সিটিজিনিউজকে জানান, ৫০ টি ১ হাজার টাকার জাল নোট নিয়ে শিশুতল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কপি আইল্যান্ড রেস্তোরার সামনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জালনোট গুলোসহ হাতেনাতে নাজিমকে গ্রেফতার করি।

নাজিম উদ্দিন লোহাগাড়া থানার পূর্ব কলাউজান জয় নগর (কাদের বর বাড়ী)’র মৃত আশরাফ মিয়ার ছেলে।
আসামীর বিরুদ্ধে জালনোট ব্যবসার দায়ে লোহাগাড়া থানায় আরো দু’টি মামলা রয়েছে বলে জানান ।
একই দিন পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৪ জন পলাতক আসামী গ্রেফতার করা হয়।
