পুলিশ সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের ছোট হাতিয়া আছারতলী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশিয় বন্দুকসহ আলী আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ।
সাতকানিয়া থানার এসআই জাকির হোসেন সিটিজিনিউজকে জানান, উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ছোট হাতিয়া আছারতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলী আহমদকে গ্রেফতার করা হয়। এসময় আলী আহমদ এর বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
আলী আহমদ সোনাকানিয়া ইউনিয়নের ছোট হাতিয়া আছারতলী (ছৈয়দা বর বাড়ী) হাজী নুরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে অস্ত্রআইনে মামলা দায়ের করা হয়েছে।
