চট্টগ্রামবাসী বার স্মার্ট কার্ড পাবে । এখন তা বিতরণের অপেক্ষা।শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৬ লাখ ভোটারের স্মার্ট কার্ড বিভাগীয় নির্বাচন অফিসে পৌঁছেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনার মনির হোসাইন সিটিজিনিউজকে জানান চট্টগ্রামে প্রথম পর্যায়ে সিটি করপোরেশন এলাকার ভোটাররাই পাচ্ছেন স্মার্ট কার্ড। এরপর জেলা পর্যায়ে উপজেলাগুলোতে বিতরণ শুরু হবে। নগরীর কোতয়ালি, পাঁচলাইশ ও ডবলমুরিং থানার ভোটারদের স্মার্ট কার্ড এসেছে। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে ৬ লাখ স্মাট কার্ড এসেছে। আরো আসবে। সব কার্ড আসার পর বিতরণ কখন থেকে শুরু হবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথম দফায় কোতোয়ালী, পাঁচলাইশ ও ডবলমুরিং থানার স্মার্ট কার্ড এসেছে বলে জানিয়েছে ডবলমুুরিং থানা নির্বাচন অফিসার মো. শাহেদ হোসেন। তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার প্রায় ১৯ লাখ। এর মধ্যে দু’দিন আগে এসেছে ৬ লাখ স্মার্ট কার্ড। বাকি কার্ডগুলো চলতি মাসের শেষের দিকে আসবে বলে জানা গেছে। সবগুলো কার্ড আসার পর সিটি এলাকায় বিতরণ শুরু হবে।
