পুলিশ রাজধানী থেকে নিখোঁজ ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার মো. নাইমুল ইসলাম সৈকতকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে । আজ সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারে নিখোঁজ হওয়ার পরদিন থেকে পুলিশ কাজ করছিলো। পরে বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর আদালত তার জবানবন্দি রেকর্ড করে স্ত্রীর কাছে তাকে বুঝিয়ে দিতে বলেন। আমরা সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি।
গত ২৬শে ডিসেম্বর ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা হতে ব্যাংকটির প্রধান শাখায় যাওয়ার কথা বলে নিখোঁজ হন সৈকত। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ২৭শে ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়রি করা হয়।
