চট্টগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম মহোদয়কে চট্টগ্রামে কর্মরত এনজিওদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
বিজেকেএস এর চেয়ারম্যান জনাব,বাংলাবন্ধু আ.স. ম.আক্তার হোসেন, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক নজরুল নজরুল ইসলাম মজুমদার, বুরো বাংলাদেশ এর বিভাগীয় ব্যবস্থাপক মো: আব্দুস ছালাম, ইপসার ফারহানা ইয়াসমিন, আইডিএফের রেহেনা বেগম, অপরাজে বাংলাদেশের জিনাত আরা বেগম ব্র্যাকের ইনামুল হাসান, মহিন উদ্দিন, বুরো বাংলাদেশের ইকবাল হায়দার, ফারুক আহাম্মেদ , এসএসএসের মনিরুজ্জামান,সাজেদা ফাউন্ডেশনের শফিকুল ইসলাম, পপি তাজুল ইসলাম, সংশপ্তকের অগ্রদূদাশ গুপ্ত, ভোরের আলোর শফিকুল ইসলাম খান ও ঘাসফুল এর সিরাজুল ইসলাম ৷
