e034e516-f222-49a7-be36-4647ab9fe65b

চট্টগ্রাম : আ.জ.ম. নাছির উদ্দীন মেয়র সিটি কর্পোরেশনেরওসিজেকেএস’র সাধারণ সম্পাদক রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার(সিজেকেএস) আয়োজনে সমন্বয় সভায় এসব কথা বলেন    । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেকে’র সহযোগীতায় আগামী ২৪ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল জেবি ফুটবল লীগ। পর্যায়ক্রমে ঢাকা, সিলেট ও ময়মনসিংহেও এ খেলা চলবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে সমন্বয় সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে গত দুই বছর যাবৎ ফুটবল খেলার আয়োজন করে আসছে।কিন্তু এই বছর তা ভিন্ন আঙ্গিকে পেশাদার ফুটবল লীগ আয়োজন করতে যাচ্ছে।যার স্বত্তাধিকারী বিক্রি করা হয়েছে সাইফ পাওয়ারটেক প্রতিষ্ঠানকে।

তিনি আরো বলেন,প্রতিষ্ঠানটি ৪ বছরের জন্য স্বত্ত ক্রয় করেছে। প্রতিবছর ৪ কোটি টাকা দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বিপিএল ফুটবল লীগটি এই বছরের জন্য স্পন্সর হিসেবে বেছে নিয়েছে জেবি নামক প্রতিষ্ঠানকে।তারা দেড় কোটি টাকায় এই খেলার স্পন্সর হয়েছে।

আ জ ম নাছির আরো বলেন,১৮ জুলাই ঢাকার সোনারগাঁও হোটেলে এই ফুটবল লীগের মোড়ক উন্মোচন করা হবে।২০ জুলাই জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টের মাধ্যমে বিপিএল জেবি ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হবে।

কনসার্টটি ১০০ টাকার টিকেট সংগ্রহের মাধ্যমে দর্শকরা উপভোগ করতে পারবে।২৪ জুলাই থেকে এম এ আজিজ স্টেডিয়ামে ফুটবল লীগটি শুরু হবে।চট্টগ্রামে ১০ দিনে তথা ২ আগষ্ট পর্যন্ত সকাল বিকাল দুটি খেলা চলবে।৫০ টাকার একটি টিকেটের মাধ্যমে সকাল-বিকাল এই খেলা উপভোগ করতে পারবে দর্শকরা।

চট্টগ্রাম রাউন্ডে মোট ২০টি খেলা চলবে। পরে সিলেট, ঢাকা ও ময়মনসিংহে এই খেলা পর্যায়ক্রমে চলবে বলে জানান তিনি।

তিনি আরো জানান,দেশের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে খেলাটি আয়োজন করা হচ্ছে। মাঠে ও মাঠের বাইরে সিসি টিভি ক্যামেরা দ্বারা নজরদারী করা হবে।পুলিশকে ড্রোন সিসিটিভি ক্যামেরা দেওয়ার জন্য জানানো হবে।আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সর্বোচ্চ সহায়তা করবে।

আ জ ম নাছির আরো বলেন,৪ কোটি টাকায় এই লীগ সফল করা সম্ভব হবে না।প্রতি বছর এই লীগের জন্য বাফুফে’কে ৮-৯ কোটি টাকা ব্যয় করতে হবে।
দর্শকদের মাঠে টেনে আনা হচ্ছে আমাদের মুল লক্ষ্য।শহরেও যাতে মাঠে দর্শকদের টেনে খেলার প্রতি আকৃষ্ট করা যায় সেই জন্য পেশাদার এই লীগের আয়োজন বলে জানান তিনি।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর জলিল,সিজেকেএস এর অতিরিক্ত জয়েন্ট সেক্রেটারী সৈয়দ শাহাবউদ্দিন শামীম,চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো.আব্দুর রউফ,সিজেকেএস’র নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন,মো.ইউসুফ,আ ম ম দুলাল,ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন,র‌্যাব-৭ জয়নাল আবেদিনসহ ওয়াসাও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031