পুলিশ চট্টগ্রামে নিরাপদ সড়কের লক্ষে ট্রাফিক আইন সম্পর্কে সড়ক দুর্ঘটনা/ সচেতনতা বাড়াতে সাইকেল শোভাযাত্রা কর্মসূচী পালন করেছে । বুধবার সকালে এই শোভাযাত্রার আয়োজন করে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা আলমাস মোড়, মেহেদীবাগ, গোলপাহাড়, দুই নম্বর গেইট, জিইসি মোড় হয়ে দামপাড়া পুলিশ লাইনে এসে শেষ হয়। শতাধিক তরুণ-তরুণী এই সাইকেল শোভাযাত্রায় অংশ নেয়। ট্রাফিক আইনের বিভিন্ন স্লোগান সম্বলিত টি-শার্ট পরে ফেস্টুন হাতে অংশ নেয় তারা।
বুধবার সকাল ৯টায় শোভাযাত্রার উদ্বোধন করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য বলেন, গত ২২ মে থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ ২৫ মে শেষ হবে। ট্রাফিক সপ্তাহের অংশ হিসেবে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ শোভাযাত্রার মূল লক্ষ্য হল জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা।
