সামুদ্রিক মৎস্য দপ্তর বঙ্গোপসাগর থেকে মাছ ধরে আসা ‘এফভি সী পাওয়ার ৪’ নামের একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে আনুমানিক সাত টন জাটকা আটক করেছে ।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক এমআই গোলজার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে অংশ নেন দপ্তরের কর্মকর্তা মো. জহিরুল হক, এসএম সাজ্জাদ উদ্দিন, এয়াসিন মজুমদার।
অভিযানে অংশগ্রহণকারী একজন কর্মকর্তা জানান, ওই ফিশিং ট্রলারে আনুমানিক ২০০ টন মাছ রয়েছে। এর মধ্যে ৪২২টি ব্লক (এক ব্লকে প্রায় ২০ কেজি) জাটকা ইলিশ পাওয়া গেছে। এসব ইলিশ ট্রলারের নির্বাহী পরিচালক রাজু খান, থার্ড অফিসার কিশোর কুমারের জিম্মায় রাখা হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক জাটকা খালাস করে বিভিন্ন এতিমখানায় বিলির ব্যবস্থা করা হতে পারে।
