ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘চট্টগ্রাম রাজনীতির চারণভূমি। কিন্তু কাঁদা ছোড়াছুড়ির কারণে তা মরুভূমি হয়ে উঠেছে। অসুস্থ প্রতিযোগিতা রাজনীতির জন্য কোনোদিনই শুভ নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘চট্টগ্রামে আওয়ামী লীগের মুরব্বি বলতে আছেন একজনই। তিনি হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহিউদ্দিন ভাই আমারও মুরব্বি। কিন্তু সারাদেশে দেখুন এ রকম একজন মুরব্বি আর কোথাও নেই। তবুও চট্টগ্রামে কাঁদা ছোড়াছুড়ি কেন? এরকম একজন মুরব্বি থাকলে তো আর কাউকে লাগে না।’

কাদের বলেন, ‘দুই সপ্তাহ আগেও যা করলেন, দুই দিনের ভালো কাজে তা আর নেই। এতে অবাক চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনও। অনেকে মনে করছে কেন্দ্রের হস্তক্ষেপে হয়েছে। কিন্তু না মহিউদ্দিন ভাই নিজেই এসব সমাধান করেছেন। মহিউদ্দিন ভাই চাইলে রাজনীতির চারণভূমি চট্টগ্রাম-এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে পারেন।’

শনিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নগরীর পাঁচলাইশে কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় শুরু হয় এ সম্মেলন। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আ জ ম নাছির উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, ‘আমি মহিউদ্দিন ভাই ও আ জ ম নাছিরকে বলছি, যা হওয়ার হয়েছে, পেছনে না থাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। আমাদের পেছনে লেগে রয়েছে বিএনপি-জামায়াত জোট। আমরা বিভেদ চাই না। অসুস্থ রাজনীতি চাই না।’

কাদের বলেন, ‘সরকার কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি দিয়েছে। এতে হেফাজত সরকারের কাছে কৃতজ্ঞ। হুজুরেরা হক বুঝেন বলে কৃতজ্ঞতা স্বীকার করছেন। তাতে গা জ্বলছে বিএনপি-জামায়াত জোটের। বিপরীতে বিএনপি-জামায়াত জোট বলছে, হেফাজতের সাথে নাকি জোট করেছে সরকার। সরকার তাদের সাথে কোনো চুক্তি বা জোট করেনি।’

হাওর প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (বিএনপি) বলছে আমরা নাকি হাওরে লুটপাট করছি। আসলে তারা অতীতের মতো লুটপাট করতে না পেরে এসব কথা বলছে। অতীতের মতো ভাঙা রেকর্ড বাজাচ্ছে ফেসবুকে।’

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। আওয়ামী লীগ দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করে না। সবার আগের দেশ। দেশের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগ বন্ধুত্ব করে।’

মাহবুব উল আলম হানিফ বিএনপি নেত্রীর দিকে ইঙ্গিত করে বলেন, ‘গত নির্বাচনে আসেননি। রাজনীতির মাঠ থেকে সটকে গিয়ে ভুলের মাশুল গুণছেন। আগুন সন্ত্রাস করে মানুষের ওপর প্রতিশোধ নিয়েছেন। এবার নির্বাচনে না এলে রাজনীতির আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলা ও ওয়ার্ডের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031