choচট্টগ্রাম:  রোববার দুপুর দেড়টার দিকে সংঘর্ষ শুরু হয়। নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে।  এ সময় উজ্জ্বল নামে একজনসহ বেশ কয়েকজন আহত হন।

এ সময় একপক্ষ গণিবেকারি মোড় এলাকায় এবং অপর পক্ষ চট্টগ্রাম কলেজের মূল ফটকে অবস্থান নেয়।  তারা ইটপাটকেল ছুড়ে, লাঠিসোঁটা দিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ রোড ও আশপাশের এলাকার সড়কগুলো যানবাহন শূন্য হয়ে পড়ে।  একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হতে আসা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আটকা পড়েন।

আগের দিন শনিবার (১৮ জুন) নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে ঢোকার সময় ছাত্রলীগের অপর পক্ষ বাধা দিলে সংঘর্ষ হয়।   এ সময় ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন।  এরা হলেন, ইউসুফ কবির, বিশ্বজিৎ শর্মা এবং কায়সার হামিদ। এর জের ধরে পুনরায় সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানা পুলিশ।

স্থানীয় চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

প্রায় তিন দশক ছাত্রশিবিরের দখলে থাকার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর নগর কমিটির সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির নেতৃত্বে চট্টগ্রাম কলেজের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।  একইসঙ্গে একই এলাকায় শিবিরের দখলে থাকা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজেরও নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

বর্তমানে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ নিয়ন্ত্রণে রাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031