করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন । বুধবার দিনগত রাতে নমুনা পরীক্ষার সর্বশেষ ফলাফলে এ তথ্য জানানো হয়। তারও চারদিন আগে জেলা প্রশাসকের স্ত্রী ফারহানা নাহারও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আলী হাসান। ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, করোনায় আক্রান্ত জেলা প্রশাসক ও তার স্ত্রী ফারহানা নাহারের জ্বর ও কাশি আছে। উভয়ে নগরীর ডিসি হিলে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন গত মার্চে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নানা উদ্যোগ বাস্তবায়নে মাঠে থেকে নেতৃত্ব দেন। করোনাকালে দিনমজুরদের ঘরে ঘরে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে নিজেই অভিযানে নামাসহ নানা পদক্ষেপ গ্রহণ করে দারুণ প্রশংসিত হন এই কর্মকর্তা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
