imagesএলার্ট নিউজ প্রতিনিধি চট্টগ্রাম:আগামীকাল রোববার থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন পাঁচ জেলার ২২৫টি কলেজের পরীক্ষার্থী ৮৭ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

রোববার প্রথমদিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

৯৭ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হবে।

এসএসসি পরীক্ষার আদলে প্রথমে নৈর্ব্যক্তিক ও পরে সৃজনশীল প্রশ্নপত্রে হবে পরীক্ষা।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, চলতি বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে ৯৭টি কেন্দ্রে ৮৭ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৬৭৬ জন। গতবছর পরীক্ষার্থী ছিল ৮০ হাজার ৭৮৭ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা অনুসরণ করছি আমরা। এবার আমরা সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে সংগ্রহ করা হবে। কেন্দ্রসচিবগণ এ নম্বর অনলাইনে পাঠাবেন এবং একইভাবে প্রতিদিন পরীক্ষার পর কেন্দ্রের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্যও অনলাইনে পাঠানো হবে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930