শনিবার ৪৪ আসনের জন্যে ভোট নেয়া হচ্ছে। ২০১৬ সালে এই ৪৪ এর মধ্যে ৩৯ টিতেই  তৃণমূল জিতেছিল। হাওড়ার বালিতে সপাটে চড় বিজেপি এজেন্টকে, বেহালা পূর্বের রামজীবনপুরে বুথে হাঙ্গামা, বিজেপি প্রার্থী পায়েল সরকার থানায়, যাদবপুরে সিপিএম এজেন্টকে কাজে বাধা, ছুটে গেলেন প্রার্থী সুজন চক্রবর্তী, এই কেন্দ্রেই বিজেপি এজেন্টকে মারধর, বিজেপি প্রার্থী রিঙ্কু নস্কর ঘটনাস্থলে, কসবায় বিজেপি প্রার্থী ডা. ইন্দ্রনীল খাঁ এর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, কোচবিহারের নাতাবাড়িতে নিল হেলমেট মাথায় দিয়ে তৃণমূল প্রার্থী ডাকসাইটে নেতা রবীন্দ্রনাথ ঘোষ। বললেন, মাথা বাঁচাতেই তার এই হেলমেট। এই হল বঙ্গে চতুর্থ দফার ভোটের খন্ডচিত্র। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ভোটে তরুণ প্রজন্মকে অংশ নিতে। ভোটের লাইনে দেখা গেল বর্ষীয়ানদের ভিড় বেশি। তরুণ প্রজন্ম আছে, সংখ্যায় কম

২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি এগিয়েছে ১৯ আসনে। শনিবারের ভোটে বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। মোট ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত আছে এই পর্বের ভোটে। কলকাতায় আছে ৯৮ কোম্পানি।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031