ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর জানাজা সোমবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মরদেহ ক্যাম্পাস সংলগ্ন তার বাসভবনে নিয়ে আসা হয়েছে। দলটির দায়িত্বশীল একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবার-স্বজন ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে শোকাতুর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দিয়াজের বাড়িতে। এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করছেন উপস্থিত সকলে।
এর আগে সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে দিয়াজ ইরফান চৌধুরীর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এদিকে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, দিয়াজ মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকার বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হলেও দিয়াজের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
