সবার কাছে তিনি শাহনূর নামেই বেশি পরিচিত।প্রকৃত নাম সৈয়দা কামরুন্নাহার মৌসুমী। তবে ২০০০ সালে চিত্রনায়ক রুবেলের বিপরীতে ‘জিদ্দি সন্তান’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এ নায়িকার। এ যাবৎ শাকিব খানের সঙ্গে তার সর্বাধিক ছবি মুক্তি পেয়েছে। এছাড়া চিত্রনায়ক (প্রয়াত) মান্না, রিয়াজসহ অনেকের সঙ্গে কাজ করেছেন তিনি। তার অভিনীত ৪৫টি ছবি মুক্তি পেয়েছে। বর্তমানে দুই পর্দাতেই ব্যস্ত শাহনূর। খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ফারুক হোসেনের সরকারি অনুদানের ছবি ‘কাকতাড়–য়া’। এ প্রসঙ্গে শাহনূর বলেন, ছবির গল্পটি খুবই সুন্দর। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে করা এ ছবিটি সবাই পছন্দ করবেন বলে আশা করছি। পরিচালকও বেশ যতœ নিয়ে এটি নির্মাণ করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের বাইরে শাহনূর বর্তমানে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির জন্য বিভিন্ন দেশে প্রায়ই শো করতে যান। এ মাসের শেষদিকে যাচ্ছেন কানাডায়। এ বিষয়ে তিনি বলেন, আমেরিকা, লন্ডন, ইতালি, দুবাই, স্পেনসহ বিভিন্ন দেশে কালচারাল  শোতে অংশ নেয়ার সৌভাগ্য হয়েছে আমার। গত মাসেও আমেরিকা গিয়েছিলাম। নভেম্বরের শেষে প্রথমবার কানাডা যাচ্ছি। আমার পাশাপাশি বেশকিছু জনপ্রিয় শিল্পীও যাচ্ছেন।  আশা করি, এ শোটিও  সেখানকার প্রবাসীরা বেশ উপভোগ করবেন। ছোটবেলা থেকে ছড়া, গান, নাচের সঙ্গে সম্পৃক্ত থাকা শাহনূর টেলিভিশন ম্যাগাজিনের ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন। এরপর ডাক পান চলচ্চিত্রে। ব্যস, সেই সূচনা। শাহনূর অভিনীত বেশকিছু ছবি এখন মুক্তির অপেক্ষায়। এরমধ্যে রয়েছে এম এ খালেকের বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে ছবি ‘বাস্তবতা’, সোলায়মান হোসেন লেবুর ‘প্রেম, প্রীতি ও ভালোবাসা’, কলকাতার পরিচালক বাবু রায়ের ‘অপহরণ’, ‘জীবন যন্ত্রণা’ ও ‘লীলামন্থন’। চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করলেও বর্তমানে টিভি পর্দায়ই বেশি ব্যস্ত শাহনূর। এ পর্যন্ত ২৫০টির মতো নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে কাজ করছেন ‘নীড় খোঁজে গাংচিল’, ‘হাই সোসাইটি’, ‘আশা নিরাশার মাঝে’ নামে বেশকিছু ধারাবাহিকে। এছাড়া শিগগিরই মাইনুল হাসান খোকনের ‘আমি তুমি ও সে’ নামে নতুন একটি ধারাবাহিকে কাজ করবেন। সিনেমা দেখতে ভালোবাসেন শাহনূর। এই প্রজন্মের শিল্পীদের অভিনয় তার খুব পছন্দ। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুনরা বেশ ভালো কাজ করছে। আরও নতুন ছেলেমেয়ে আসা উচিত। তবে পুরানো পরিচালক বা অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে নতুন প্রজন্মের শিল্পীরা কাজ করলে অনেক কিছু শিখতে পারবে। অবসরে নানা সমাজসেবামূলক কাজ করেন এ পর্দাকন্যা। সেবামূলক প্রতিষ্ঠান কিডনি ফাউন্ডেশন, মানবাধিকার সোসাইটির সঙ্গে তিনি সম্পৃক্ত। শিগগিরই নিজের নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন। নাম থাকবে ‘শাহনূর ফাউন্ডেশন’। এ প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব, অভাবী শিশুসহ বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে শাহনূর বলেন, এখন চলচ্চিত্রের অবস্থা নাজুক থাকলেও অচিরেই ভালোর দিকে যাবে বলে মনে করছি। কারণ বর্তমানে নতুন শিল্পী, প্রযোজক, নির্মাতারা কাজ করছেন। পুরানো শিল্পীরাও নতুনদের সঙ্গে বেশ চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন। চলচ্চিত্রের সুদিন ফিরে আশা নিয়ে তাই আমি খুব আশাবাদী। আমার বিশ্বাস, চলচ্চিত্রে এখন যে খরা চলছে তা আর বেশিদিন থাকবে না। চলচ্চিত্রের অন্ধকার আগেও ছিল, আর অন্ধকার থেকেই সামনে আলোর মুখ দেখতে পাব আমরা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031