মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রতি বছর ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন।

শনিবার সকালে নগরীর উত্তর কাট্টলীস্থ আলহাজ মোস্তফা-হাকিম নগর মাতৃসদন হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সেখানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন’র উদ্বোধন করেন মেয়র।

তিনি ব লেন, প্রতি বছর ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে স্বাস্থ্য সেবা অব্যাহত রাখা হয়েছে। ইতোমধ্যে নগরে বসবাসরত গরীব ও স্বল্প আয়ের মানুষ যাতে সুলভে চিকিৎসাসেবা পায় সেজন্য ওয়ার্ড পর্যায়ে পরিচালিত হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্রের রোগী রেজিস্ট্রেশন ফি ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। নানা কারণে কর্পোরেশেনের হাসপাতালে কর্মরত চিকিৎকদের উপযুক্ত সম্মানী দেয়া যাচ্ছে না। তাদের ন্যায্য সম্মানী দেয়া গেলে নগরীর স্বাস্থ্যসেবার পরিধি আরো বৃদ্ধি পেতো বলেও জানান তিনি।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মাতৃসদন, জেনারেল হাসপাতাল, নগরস্বাস্থ্য কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়সহ সর্বত্র আধুনিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। এখান থেকে সহজলভ্য চিকিৎসাসেবা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জেনারেল হাসপাতালে কিডনি রোগীদের জন্য ডায়লোসিস, আলহাজ মোস্তফা-হাকিম নগর মাতৃসদন হাসপাতালে আধুনিক ল্যাবরেটরিসহ আলট্রাসনোগ্রাফি সংযোজন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সারা দেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরীর ৪১ ওয়ার্ডে ১ হাজার ২৮৮ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী প্রায় ৭৫ হাজার শিশুকে একটি নীল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৮০ হাজার শিশুকে একটি লাল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময় যে সমস্ত শিশুর বয়স ৬ মাস পূর্ণ হয়েছে তাদেরকে মায়ের দুধের পাশপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তাও বিতরণ করা হয়।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930