চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ৫ম পরিষদের ১৭ তম সাধারণ সভা গতকাল মঙ্গলবার সকালে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।  চট্টগ্রামকে যে কোন মূল্যে মাদকমুক্ত এলাকা হিসেবে পরিণত করা হবে। কারণ মাদক শুধু যুব শক্তিকে ধ্বংস করছে না আগামী প্রজন্মকে বিপদগামী করছে। ভয়ংকর এই ফাঁদে যারা পা দিয়েছে তারা চিরতরে ধ্বংস হয়ে গেছে। মাদকাশক্তির কারণে সমাজে অনাচার ও অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য নগরীর ঘরে ঘরে মাদক বিরোধী জনসচেতনতা গড়ে তোলা হবে। মাদক নিয়ন্ত্রণে চসিক জিরো টলারেন্সে থাকবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। মেয়র ওয়াসার পানির ভোগান্তি বিষয়ে বলেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারণে বিদেশি অর্থায়নে ৩টি পানি প্রকল্পের কাজ চলছে। দৈনিক ১৪ কোটি লিটার ক্ষমতা সম্পন্ন একটি প্রকল্প সমাপ্ত হয়েছে। বাকী ২ টি প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী নিরাপদ ও সুপেয় পানি পেতে কোন সমস্যা হবে না। সভায় সিএপির অতিরিক্ত পুলিশ কমিশনার তানভীর আহমেদ বলেন, সরকার এবং মেয়রের মাদকমুক্ত চট্টগ্রাম করার পরিকল্পনা নির্বাচিত পরিষদের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। সভায় ৪১ টি ওয়ার্ড থেকে প্রাপ্ত উন্নয়ন প্রকল্প চূড়ান্ত করার সিদ্ধান্ত। কাউন্সিলরদের নিকট থেকে প্রাপ্ত উন্নয়ন প্রকল্পের মধ্যে চলতি অর্থ বছরে ২২৫ কোটি টাকার বরাদ্দ প্রদানসহ এলইডি লাইটিং এ ২৮ কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। জাইকা চাহিত তথ্য বিবরণী প্রদান,চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যয় হ্রাস করণের প্রস্তাব, মশার উপদ্রব থেকে রক্ষার জন্য বাংলাদেশ মেশিন টুলস্‌ ফ্যাক্টরি হতে এডাল্টিসাইড ক্রয় করা এবং মশার লাভা ধ্বংস করার জন্য এলডিও ক্রয় করার সিদ্ধান্ত ও গৃহিত হয়। সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চসিকের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031