মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-পুতিদের চাকরির জন্য কোটার ব্যবস্থা করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। মুক্তিযোদ্ধাদের ত্যাগ ছাড়া এই বাংলাদেশ হতো না। তাই তাদের সন্তানদের জন্য আমাদের এটা করতেই হবে। তিনি বলেন, তবে কোটায় প্রার্থী পাওয়া না গেলে নিয়ম শিথিল করা হয়েছে। সেক্ষেত্রে মেধাবীদের থেকে নিয়োগ দেয়া হবে।
বুধবার বিকাল ৪টায় চট্টগ্রামের পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এরআগে বিকাল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছান। তিনি ৪১ প্রকল্পের উদ্বোধন ও মোনাজাত শেষে মঞ্চ ওঠেন। মঞ্চে উঠে হাত নেড়ে প্রধানমন্ত্রী জনতার অভিবাদন গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। দুপুরের পর থেকে জনসভাস্থল ছাপিয়ে আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়েছে সাধারণ জনগণ।
