শুক্রবার (১২ জুন) তাদের মৃত্যু হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে চার চিকিৎসকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার মারা যান। সন্ধ্যায় রাজধানীর জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের ৪৯তম ব্যাচের ছাত্র ডা. আরিফের মৃত্যু হয়।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন চিকিৎসক। এছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচ জন চিকিৎসক।।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031