চার চীনা নাগরিকসহ ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে গাইবান্ধায় । বুধবার দুপুরে গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।
ডা. এবিএম আবু হানিফ বলেন, সকাল পর্যন্ত চারজন চীনা নাগরিকসহ ২৪ জনকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দুপুর পর্যন্ত এ সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার সকালে সর্বশেষ আপডেট জানানো হবে।
করোনা মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, করোনাভাইরাস মোকাবিলা বা প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন ও পূর্বপ্রস্তুতির বিষয়ে প্রচার-প্রচারণা ও পোস্টার ও মাইকিং কার্যক্রম চলমান রয়েছে।
