চট্টগ্রাম : রোববার বিকেলে সিএমপি কমশিনার ইকবাল বাহার রদবদলের এই আদেশ দিয়েছেন। সিএমপির উপ-কমিশনার পদে তিনজনকে পদায়নের পাশাপাশি একজনকে রদবদল করা হয়েছে।
সূত্রমতে, সিএমপির উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষকে নগর গোয়েন্দা পুলিশের শূণ্য পদে (উত্তর) বদলি করা হয়েছে। সিএমপির উপ কমিশনার (উত্তর) পদে পদায়ন করা হয়েছ সদ্য পদোন্নতি প্রাপ্ত সিএমপিতে আসা পুলিশ সুপার ওয়ারিশ আহমেদকে।এছাড়া পদোন্নতি পেয়ে সদ্য সিএমপিতে আসা আরেক পুলিশ সুপার ফারুকুল হককে উপ-কমিশনার (পশ্চিম) এবং আরেক পুলিশ সুপার আবু সায়েমকে ট্রাফিক বিভাগ বন্দর জোনের উপ-কমিশনার পদে পদায়ন করা হয়েছে।গতমাস থেকে উপ-কমিশনার (পশ্চিম) পদটি গত খালি ছিল। ট্রাফিক বন্দর জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা সুজায়েত আহমেদকে একই বিভাগের উত্তর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।