চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে ইউক্রেনের বুচা শহরে । শহরটির মেয়র আনাতোলি ফেডোরুক এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে বলা হয়, বুচা শহরের মেয়র দাবি করেন, শহরে এখন পর্যন্ত ৪০৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ার দখলে থাকার সময় ওই মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।
দেশটির রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচা শহর। সামরিক অভিযান শুরুর পরপরই ছোট এই শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। বুচার মেয়রের দাবি, রুশ সেনাদের চলে যাওয়ার পরই শহরে এসব মরদেহ উদ্ধার করা হয় এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে।
রয়টার্স অবশ্য বুচা শহরে মরদেহের সংখ্যা সম্পর্কে মেয়র ফেডোরুকের ওই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। তবে রয়টার্স বুচায় নিহত পাঁচজনের মরদেহ দেখেছে, যাদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু তাদের মৃত্যুর জন্য কে দায়ী, তা স্বাধীনভাবে নির্ধারণ করতে পারেনি বার্তা সংস্থাটি।
