20_117843

চট্টগ্রাম : চালক নিহত চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে বাহনটির চালক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অটোরিকশাটির দুই যাত্রী। শুক্রবার বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নামপরিচয় জানা যায়নি। অগ্নিদগ্ধ দুই যাত্রী হলেন আবদুল আমিন ও আবদুর রহিম। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায়।

স্থানীয়রা জানান, ষোলোশহর এলাকায় বেবি সুপার মার্কেটের সামনে ওই অটোরিকশাটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে যানটির চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন অটোরিকশায় থাকা বাবা-ছেলে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মোতালেব বলেন, দুজনের শরীরের শতভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031