এক প্রসূতির নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে নর্থস্টার নামে একটি প্রাইভেট  হাসপাতালে। তার নাম আমিনুল ইসলাম মামুন। তিনি ওই হাসপাতালের ওটি ইনচার্জ। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেছেন রোগীর স্বজনরা।

পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমূলবাড়ীর এক  গৃহবধূ প্রসব পরবর্তী ইনফেকশন নিয়ে ১৫ই মে নগরীর ধাপ এলাকার নর্থস্টার হাসপাতালে ভর্তি হন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে ড্রেসিংয়ের সময় প্রসূতিকে নগ্ন করে মোবাইলফোনে ভিডিও ধারণ করেন আমিনুল ইসলাম মামুন। বিষয়টি বুঝতে পেরে রোগী তাৎক্ষণিক তার স্বামীকে জানান। পরে তার স্বজনরা মামলা করলে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল মিয়া বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728