চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি) করোনাভাইরাস মোকাবিলায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) কিট, মাস্ক ও গাউনসহ চিকিৎসা সরঞ্জাম অনুদান সরবরাহ করেছে।
বৃহস্পতিবার ঢাকাস্থ চায়না দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
সরঞ্জামের মধ্যে রয়েছে এন-৯৫ পার্টিকুলেট রেস্পিরেটর ১০ হাজার ৮০ পিস, ডিসপোজেবল সার্জিক্যাল মাস্ক ৪০ হাজার, মেডিকেল প্রটেকশন গাউন ১ হাজার, চশমা ৪০০ পিস এবং করোনা শনাক্তকরণ কিট ৫০০ পিস।
বার্তায় জানানো হয়, গত ৭ এপ্রিল সিআরইসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিত্বকারী কর্নেল ইকবাল বাহার চৌধুরী এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডা. আব্দুল ওহাব কে সিআরইসি এর কন্ট্রাক্টর জনাব ওয়াং পিবিআরএলপি এর পক্ষে চিকিৎসা সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন।
চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড মূলত পদ্মা ব্রিজ রেল লিংক প্রজেক্ট (পিবিআরএলপি) এর ঠিকাদার এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল ঠিকাদার প্রতিষ্ঠান।
