গতকাল সোমবার হঠাৎ করে চীনের ৩০ যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে তাইওয়ানের আকাশসীমায় । ওই বহরে ৩০টি যুদ্ধবিমানের মধ্যে ২০টি ছিল জঙ্গিবিমান।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া একটি উড়োজাহাজ উড্ডয়ন মানচিত্রে দেখা যায়, সরে যাওয়ার আগে এডিআইজেডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোনায় ঢুকে পড়েছিল যুদ্ধবিমানগুলো।
তাইওয়ানে হামলার ব্যাপারে চীনকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুঁশিয়ারি দেওয়ার কয়েক দিন পরই এ অনুপ্রবেশের ঘটনা ঘটল।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুপ্রবেশের পর তাইওয়ানের জঙ্গিবিমান চীনের বিমানগুলোকে সতর্ক করতে এগুলোকে অনুসরণ করে তাদের আকাশসীমা থেকে তাড়িয়ে দেয়। অনুপ্রবেশকারী যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে দেশটি নিজেদের যুদ্ধবিমান উড্ডয়ন করায়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির হিসাব মতে, গত বছর এডিআইজেডে ৯৬৯ বার চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত করে তাইওয়ান। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৩৮০ বার। চলতি বছর এখন পর্যন্ত ৪৬৫ বার অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
সাম্প্রতিক বছরগুলোতে চীন নিজেদের অসন্তোষের বিষয়টি জানাতে তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের বহর পাঠাচ্ছে। এভাবে তাইপের পুরোনো যুদ্ধবিমানবহরকে নিয়মিতই চাপে রাখছে বেইজিং। সূত্র : এএফপির
