সুনামগঞ্জের ছাতকে ছাতক-সিলেট সড়কের লালপুল নামক ব্রিজের উপর সিএনজি অটো রিক্সার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত ও অপর ৬ যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গতকাল শনিবার দুপুরে ছাতক-সিলেট সড়কের মাধবপুর গ্রামের লালপুল ব্রিজে ছাতক থেকে ছেড়ে আসা সিলেট-থ-১২-৭৯২২ এবং বিপরীত দিক হতে ছেড়ে আসা সিলেট-থ-১১-৩৪৩৪ সিএনজি অটো রিক্সার মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নোয়ারাই ইসলামপুর গ্রামের মাখন লাল চক্রবর্তীর পুত্র হরে কৃষ্ণ চক্রবর্তী (৫০)। স্থানীয় লোকজন দূর্ঘটনায় আহত যাত্রীদের উদ্বার করেন। এসময় গুরুতর আহত সাইফুল ইসলাম (৩৫), নোমান আহমদ (৩০) কে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আবুল হোসেন (৮০) ইজাজুল হক রনি (২৭)সহ আহত অন্যান্যাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930