সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত সমাবেশে আসতে নেতাকর্মীদের সরকার বাধা দিয়েছে অভিযোগ করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এর দ্বারা সরকার ছোট মনের পরিচয় দিয়েছে। কৃত্রিম যানজট সৃষ্টি করে সমাবেশে আসতে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রবিবার বিকাল চারটার দিকে খালেদা জিয়ার বক্তব্য শুরু হয়। এর আগে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। দুই বছরের বেশি সময় পর খালেদা জিয়া কোনো জনসভায় ভাষণ দিচ্ছেন।
বিএনপির অভিযোগ, তাদের জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকামুখী গণপরিবহন বন্ধ করে দিয়েছে সরকার। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাস কেন মালিকরা বন্ধ রেখেছেন এটা তাদের জানা নেই।
সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রে মত-পথের ভিন্ন থাকবেই। তবে সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’
এ সময় তিনি নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনে দাবি করেন। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচনে হতে পারে না বলে মন্তব্য করেন। এছাড়া নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবি জানান বিএনপি চেয়ারপারসন। (বিস্তারিত আসছে…)
