আশুলিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে নিহত এক ‘জঙ্গি’র লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। বেসরকারি ওই সংস্থা জুরাইন কবরস্থানে ওই ব্যক্তির দাফন সম্পন্ন করে।
র্যাব জানিয়েছে, ওই ‘জঙ্গির’ নাম আবদুর রহমান। গত ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় পাঁচতলা ভবন থেকে পালাতে গিয়ে নিহত হন। এর পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল আবদুর রহমানের মরদেহ।
আজ মঙ্গলবার আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে আবদুর রহমানের মরদেহ হস্তান্তর করে র্যাব-৪। আঞ্জুমানে মুফিদুল ইসলামের মুগদা অঞ্চলের কর্মকর্তা মোস্তফা জামান ওই মরদেহ গ্রহণ করেন। বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব ৪-এর প্রহরায় ওই মরদেহ জুরাইনের দিকে নিয়ে যায় বেসরকারি সংস্থাটি।
মোস্তফা জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের ডেকে মরদেহ গ্রহণ করার কথা জানানো হয়েছে। দাফন করা হবে জুরাইন কবরস্থানে।’
এ ব্যাপারে র্যাব ৪-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার লুৎফুল কবীর এনটিভি অনলাইনকে জানান, ওই ব্যক্তির নাম আবদুর রহমান। স্বজনরা তাঁর মরদেহ নিতে না আসায় বিকেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। জুরাইনে এ দাফন সম্পন্ন করা হবে।
