পুলিশ রাঙগুনিয়া পৌরসভা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ভিআইপি টাওয়ার নামের একটি ছয়তলা ভবনে ‘ব্লক রেইড’ নামে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে ।
বুধবার(১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার পর হঠাৎ করে ওই ভবনের চারপাশে ঘিরে পুলিশ এ অভিযানে নামে। তবে আধাঘণ্টার চেষ্টায় অভিযানে জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির সিটিজিনিউজকে জানান, জঙ্গি আস্তানা সন্দেহে রাঙগুনিয়া পৌরসভা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ভিআইপি টাওয়ার নামের একটি ছয়তলা ভবনে জঙ্গিবিরোধী ‘ব্লক রেইড’ নামে অভিযান চালিয়েছি। এটি ‘জঙ্গিবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এই ‘ব্লক রেইড’। তবে এতে কাউকে জঙ্গি সম্পৃক্ততার সাথে বা এরকম কোনো আলামত পাওয়া যায়নি।
