কোনো রাজনীতিকের জীবনে সবচেয়ে বড় অর্জন হলো তার কাজের মাধ্যমে মানুষের মনে স্থান করে নেওয়া এবং জনগণের সম্মান ও ভালোবাসা পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আজ রোববার জাতীয় সংসদে প্রয়াত মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফাসহ কয়েকজন সাবেক মন্ত্রী, সাংসদ, মেয়র এবং বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মানুষ মরণশীল এবং প্রত্যেককেই মরতে হবে। কাজের মাধ্যমে বেঁচে থাকেন। জনগণের ভালোবাসা ও সম্মান পাওয়া একজন রাজনীতিকের জন্য সবচেয়ে বড় অর্জন।’
প্রয়াত মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, সংসদ সদস্য গোলাম মোস্তফা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রতি গভীর শোক প্রকাশ করে দেশ ও জাতি গঠনে তাদের অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ‘কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা কি করে অর্জন করতে হয়, তা প্রয়াত এসব নেতা প্রমাণ করে গেছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
