দেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, মনে হয় জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আজ দেশ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন। এ সরকার জুলুম নির্যাতন, লুটপাট, অব্যবস্থাপনা পাকিস্তানি হানাদার বাহিনীকে হার মানিয়েছে। সরকার জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তারা ৭৫ এর মত আবার দেশে বাকশাল কায়েম করতে চায়। বেগম খালেদা জিয়াকে পরিকল্পিত মৃত্যুর দিকে সরকার ঠেলে দিচ্ছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
নগর বিএনপির সহসভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সমাবেশে পরিচালনা করেন, ইয়াছিন চৌধুরী, লিটন, কামরুল ইসলাম।
