জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হসনাত আব্দুল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় গুন্ডামি স্টাইলে চলছে-এমন অভিযোগ করেছেন ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সঙ্গে বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসের বৈষম্য রোধের দাবিতে। কিন্তু আজও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগ-বাটোয়ারা আর পোস্টিং নিয়েই ব্যস্ত।’

তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়কে সংস্কার করা জরুরি। তাদের অগ্রাধিকার তালিকায় চাকরিপ্রার্থীরা নেই। মন্ত্রণালয়ে যারা আছেন, তারা যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন না। এই ব্যর্থতার ফলেই নতুন প্রজন্মের ক্রোধ সৃষ্টি হচ্ছে।’

হাসনাত অভিযোগ করেন, ‘অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে আমলারা। তারা নিজেদের প্রমোশন নিশ্চিত করেছে, কিন্তু সাধারণ চাকরিপ্রার্থীদের দুর্ভোগ রয়ে গেছে।’

তিনি বলেন, ‘পিএসসি আন্তরিকভাবে সংস্কারের চেষ্টা করছে। বিসিএস এক বছরের মধ্যে শেষ করার সুপারিশ করা হয়েছে। তবে চাকরি বিধি সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে। তারা যদি এই ‘গুন্ডামি’ থামাতে না পারে, তাহলে লালফিতার যন্ত্রণা থেকে চাকরিপ্রার্থীরা মুক্তি পাবে না।’

বিমানের সাম্প্রতিক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল, কারণ সবচেয়ে বেশি দুর্নীতি সেখানেই।’

 ‘যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন না হলে বিসিএস কখনো স্বচ্ছ হবে না,শেষে তিনি রাজনৈতিক বিবেচনায় ভাইভা নেওয়ার বিরোধিতা করে বলেন।’

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031