‘ জনসেবাই মূল উদ্দেশ্য উপজেলা প্রশাসক হওয়ার কোনো উদ্দেশ্য নেই,- বলে জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি।
বুধবার বেলা ১১টার দিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ঢাকাটাইমসকে তিনি এ কথা বলেন।
রওশন আরা পলি মঙ্গলবার উপজেলা এ দায়িত্ব নিয়েছেন। এর আগে রাজবাড়ি জেলা সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন তিনি।
সদ্য যোগদানকারী এই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মিলেমিশে বোয়ালমারী উপজেলাকে কিভাবে এগিয়ে নেয়া যায়- তা নিয়ে কাজ করব।
রওশন আরা পলি বলেন, মাদকদ্রব্য দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ জন্য মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তাই মাদকমুক্ত বোয়ালমারী গড়ার লক্ষ্যে যুবসমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাল্যবিয়ে নিয়ে তিনি বলেন, এটি একটি বড় সমস্যা। জনসংখ্যা, মাতৃ ও শিশুমৃত্যু, অপুষ্টি ও পারিবারিক নির্যাতন কমাতে বাল্যবিয়ে বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। তাই বাল্যবিয়ের কুফল থেকে বোয়ালমারীর মানুষদের রক্ষা করতে নানা কর্মসূচি নেয়া হবে। বাল্যবিয়ে মুক্ত বোয়ালমারী গড়তে যেসব কাজ আছে, সবই করা হবে।
– See more at: http://www.dhakatimes24.com/administration/5861/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF#sthash.2TXzsiNV.dpuf
