জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে উল্টো পথে বাস চালাতে বাধা দেওয়ার জের ধরে পুলিশ সার্জেন্টকে মারধরের ঘটনায় । মঙ্গলবার মারধরের শিকার ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদ রাজধানীর রমনা থানায় এ মামলাটি করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মামলায় সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী সার্জেন্ট কায়সার নিজেই।
রাজধানীর বাংলামোটরে সোমবার বিকাল ৫টার দিকে জবির তিনটি বাস বাংলামোটর সিগন্যাল থেকে উল্টো পথে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় সেখানে দায়িত্বে ছিলেন সার্জেন্ট কায়সার হামিদ। বাস তিনটি। এসময় সার্জেন্ট কায়সার হামিদ বাধা দেন। পরে বাস থেকে শিক্ষার্থীরা নেমে পুলিশ সার্জেন্টকে মারধর করেন। খবর পেয়ে বাংলামোটর পয়েন্টে দায়িত্বরত অন্য ট্রাফিক কর্মকর্তারা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ বাসগুলোকে সোজাপথে যেতে বাধ্য করলে শিক্ষার্থীরা পিছু হটে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
