জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় । বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শ্রদ্ধা জনান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি। পরে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও মাশরাফি বিন মোর্তজা এমপি পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ, হুইপগন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে তারা বঙ্গবন্ধু ভবনের বিশ্রাম কক্ষে রক্ষিত পরিদর্শন বইতে প্রত্তেকে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপগনের সফরসঙ্গী ছাড়াও গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফাসহ গোপাগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031