অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন বলায় সংসদে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাকে জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন বললে দলটির সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছেন তিনি। মুহিত সোমবার সংসদে বলেন, আমি কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। আশা করি তারা মনে রাখবেন।

যদি মনে না রাখেন তবে আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য রোববার মুহিতের কড়া সমালোচনা করেছিলেন। সোমবার বক্তব্যে জাতীয় পার্টির সেলিম উদ্দিন অর্থমন্ত্রী মুহিতকে ‘জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন’ বলে উল্লেখ করেন। পরে আলোচনায় অংশ নিয়ে মুহিত বলেন, আমি আগে কয়েকবারই বলেছি। জাতীয় পার্টির সদস্যরা অস্বীকার করেছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031