জাপান পোল্যান্ডের কাছে হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল । ‘এইচ’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল এশিয়ার এই দলটি। এবারের বিশ্বকাপে এশিয়ার একমাত্র দল হিসাবে শেষ ষোলোতে উঠল জাপান। জাপান এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল। এর আগে ২০০২ ও ২০১০ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তারা। জাপান এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে।
রাশিয়া বিশ্বকাপে বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ দিন পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে জাপান। আজ একই সময়ে অনুষ্ঠিত এই গ্রুপের কলম্বিয়া ও সেনেগালের মধ্যকার ম্যাচটিতে সেনেগালকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।
আজ জয় পাওয়ার কারণে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কলম্বিয়া। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে সেনেগাল ও পোল্যান্ড। যদিও জাপান ও সেনেগালের পয়েন্ট সমান এবং গোল ব্যবধানও সমান। কিন্তু ফেয়ার প্লে পয়েন্টে জাপান এগিয়ে থাকায় জাপান দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আর বিদায় নিয়েছে সেনেগাল। পোল্যান্ডের আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজকের জয়টি তাদের জন্য শুধুই সান্ত্বনার।
এর আগে জাপান কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল ও সেনেগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। এইচ গ্রুপের সব ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলম্বিয়া। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগাল। তিন পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পোল্যান্ড।
আজ ভোলগাগ্রাদে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে জাপান ও পোল্যান্ডের কেউই গোল করতে পারেনি। কিন্তু বিরতি থেকে ফিরে ১-০ গোলে এগিয়ে যায় পোল্যান্ড। ৫৯তম মিনিটে গোলটি করেন জ্যান বেডনারেক। ফ্রি কিক থেকে এই গোলটি করে পোল্যান্ড। ফ্রি-কিকটি নেন কুরজাওয়া। কুরজাওয়ার বাঁকানো শট থেকে ডি-বক্সের মধ্যে বলটি পান বেডনারেক। সুযোগ পেয়েই শট দিয়ে তিনি বল পাঠিয়ে দেন জালে। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পোল্যান্ড। আজ ম্যাচ সেরা হন পোল্যান্ডের জন বেডনারেক।
বিশ্বকাপে আজই শেষ হবে গ্রুপ পর্বের খেলা। আগামী ৩০ জুন শুরু হবে নকআউট পর্বের খেলা। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে কোন ১৬টি দল খেলবে তা ইতোমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। এই দলগুলো হলো উরুগুয়ে, রাশিয়া, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, সুইজারল্যান্ড, সুইডেন, মেক্সিকো, ইংল্যান্ড, বেলজিয়াম, কলম্বিয়া ও জাপান।
